
নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া জমদ্দার বাজার ব্যবস্হাপনা কমিটির নামে চাঁদা আদায়ের অভিযোগে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা সম্পন্ন মিথ্যা ও বানুয়াট বলে সংবাদটির প্রতিবাদ করেছেন বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি আবু আহাম্মদ মজুমদার ও সাধারন সম্পাদক মোঃ মোস্তফা। ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনেই বাজার ব্যবস্হাপনা কমিটি করে নিজেরাই চাঁদা দিয়ে নৈশপ্রহরী রেখেছেন বলে জানান তারা।গত বুধবার বিকেলে জমদ্দার বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও সম্পাদক সাংবাদিকদের এ কথাগুলো জানান। ১৯৭০ সাল থেকে ওই ব্যবস্হাপনা কমিটি বাজারের দোকানদারদের সুবিধার্থে ও দোকানদারদের সম্মতিতে ওই কমিটি চলে আসছে বলে তারা জানান।সর্বশেষ ব্যবসায়ীদের প্রয়োজনে সাবেক ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান লিখিতভাবে বাজার ব্যবম্হাপনা কমিটির অনুমোদন দিয়েছেন।তারা জানান,জমাদ্দার কাজারের ব্যবসায়ীর দোকান পাটের নিরাপত্তা,সময়ে অসময়ে বাজার পরিস্কার ও সেবা মুলক কাজ করা হয়।ব্যবস্হাপনা কমিটির উদ্যোগে সারা বছর চার জন নৈশপ্রহরী রয়েছে বাজারে। নৈশপ্রহরীর বেতন-ভাতা বাবদ ব্যবসায়ীদের সম্মতিতে নিজের প্রয়োজনে ব্যবসায়ীরা মাসে ৩০/৪০/৫০ টাকা গুটি কয়েকটি দোকান ২০০ টাকা চাঁদা প্রদান করে আসছেন।এখানে চাদা বাজির কোন ঘটনা ঘটেনি বলে তারা জানান। বরং ব্যবসায়ীরা নিজেরাই তাদের প্রয়োজনে নিজেদের টাকায় নৈশপ্রহরী রেখেছেন।এটাকে ষড়যন্ত্র বলেছেন ব্যবসায়ীবৃন্দ।সম্পাদক মোঃ মোস্তফা জানান,আমরা ব্যবসায়ীরা দোকানের নিরাপত্তার কথা বিবেচনা করেই নৈশপ্রহরী রেখেছি,এখানে চাঁদা বাজির প্রশ্নই আসেনা।
Please follow and like us: