খাগড়াছড়িতে স্থীতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন, বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচী পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৮নভেম্বর)সকালে,গু
সকাল থেকেই পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ (রোগীরা)চিকিৎসা সেবা নিতে এসে ঝড়– হয়,গুইমারা সরকারি কলেজ মাঠে।টানা চলে চিকিৎসা সেবা কার্যক্রম।বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের মেডিকেল কো: অর্ডিনেটর ডা: আতিকুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার সরাসরি রোগী দেখে তাদেরকে চিকিৎসা সেবা প্রধান এবং বিনামুল্যে ঔষুধপত্র বিতরন করেন।প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মোয়াসাই মারমা(৭৬),কোয়াইয়ারাই ত্রিপুরা(৭৫) এবং মো: সফিউল্যাসহ রোগীরা জানান,সেনাবাহিনীর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা পেয়ে আমরা অত্যন্ত খুশি।ভবিষতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ রোগীদের।
বিকাল ৪টায়,গুইমারা সরকারি কলেজ মাঠে,গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০০শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন এবং ৬০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এই উপলক্ষে ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডবিউসি, এএফডবিউসি,পিএসসি,জি’র সভাপতিত্বে গুইমারা সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা),খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস বাসন্তি চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো: জামাল উদ্দীনসহ রিজিয়নের পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ।