৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের জনসাধানের মাঝে মানবিক সহায়তা চিকিৎসা সেবা,শীতবস্ত্র বিতরন ও শিক্ষাবৃত্তি প্রদান




প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের জনসাধানের মাঝে মানবিক সহায়তা চিকিৎসা সেবা,শীতবস্ত্র বিতরন ও শিক্ষাবৃত্তি প্রদান

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২১, ১৯:১৭ | 709 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধিনে পাহাড়ের  প্রত্যন্ত  অঞ্চলের জনসাধানের মাঝে মানবিক সহায়তা বিশেষজ্ঞ টিমের চিকিৎসাসেবা,শীত বস্ত্র বিতরন এবং শিক্ষাবৃত্তি প্রদান করেছে,গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
খাগড়াছড়িতে স্থীতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন, বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচী পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৮নভেম্বর)সকালে,গুইমারা সরকারি কলেজ মাঠে,খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় জনসাধারনের মাঝে মানবিক সহায়তা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন,৫০০শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন এবং ৬০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সকাল থেকেই পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ (রোগীরা)চিকিৎসা সেবা নিতে এসে ঝড়– হয়,গুইমারা সরকারি কলেজ মাঠে।টানা চলে চিকিৎসা সেবা কার্যক্রম।বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের মেডিকেল কো: অর্ডিনেটর ডা: আতিকুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার সরাসরি রোগী দেখে তাদেরকে চিকিৎসা সেবা প্রধান এবং বিনামুল্যে ঔষুধপত্র বিতরন করেন।প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মোয়াসাই মারমা(৭৬),কোয়াইয়ারাই ত্রিপুরা(৭৫) এবং মো: সফিউল্যাসহ রোগীরা জানান,সেনাবাহিনীর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা পেয়ে আমরা অত্যন্ত খুশি।ভবিষতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ রোগীদের।

বিকাল ৪টায়,গুইমারা সরকারি কলেজ মাঠে,গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০০শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন এবং ৬০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এই উপলক্ষে ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডবিউসি, এএফডবিউসি,পিএসসি,জি’র সভাপতিত্বে গুইমারা সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা),খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস বাসন্তি চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো: জামাল উদ্দীনসহ রিজিয়নের পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET