
নয়া আলো ডেস্ক- ঘরোয়া ক্রিকেটের পর আফগানিস্তান সিরিজে তিন ম্যাচেই টানা ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। এমনকি প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ফলাফল, তাকে বিশ্রাম দেওয়াটা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের সাথে ওপেন করতে নামবেন ইমরুল কায়েস। এই ইংল্যান্ডের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচে ১২৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেছিলেন তিনি।
এবারও সুযোগ পাচ্ছেন না নাসির হোসেন। এক সৌম্যকে বাদ দিলে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলটাই নামছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।