ঠাকুরগাঁও সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও আগমন উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমপ্লেক্স থেকে একটি আনন্দ শোভাযাত্রা ২৬ মার্চ সোমবার বিকাল ৬ টায় ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাটি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমপ্লেক্সে এসে শেষ হয়।
জেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাজিউর রহমান রাজেকের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহ -সভাপতি গোলাাম রব্বানী সাধারণ সম্পাদক, ফারুক হোসেন। কলেজ কমিটির সভাপতি, আহসান হাবীব জীবন ।সাধারণ সম্পাদক কিরণ সিংহ।
এছাড়া শোভাযাত্রায় আরো অংশ গ্রহণ করেন বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পীরগঞ্জ উপজেলার সভাপতি চঞ্চল ।রানীশংকৈল উপজেলার বাবু ।
আরো উপস্থিত ছিলেন জেলা সন্তান কমান্ডের সদস্য মজিবর রহমান শেখ। জেলা সন্তান কমান্ডের সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আনন্দ শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us: