বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিকাক্ষার্থীদের মাঝে নতুন বই দিয়ে বই উৎসব পালনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। পরে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে বই বিতরণ উৎসব সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে বই বিতরণ উৎসব সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল হক প্রমুখ।