আন্তর্জাতিক ডেস্ক-
ভারতের অরুণাচলে প্রবল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতে ঘটেছে ভূমিধসের ঘটনা। যা কেড়ে নিয়েছে ১৬ জনের প্রাণ। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই দুর্ঘটনার শঙ্কা আগে থেকেই ছিলো। এমন কি কিছু এলাকায় সতর্কতাও জারি করা হয়েছিলো। তারপরও ক্ষতিটা এড়ানো যায়নি।
জানা গেছে, নিহত ১৬জনই একটি পাঁচ তারকা হোটেলের নির্মাণকর্মী। তারা একটি অস্থায়ী আবাস বানিয়ে নির্মাণাধীন হোটেলের পাশে থাকতেন। বৃষ্টিপাতের সময় তারা তাদের ওই অস্থায়ী আবাসে ঘুমাচ্ছিলেন। এর মধ্যেই ভূমি ধসে পড়ে।
ধসে পড়া ভূমিতে পাথর ছিলো প্রচুর। সেগুলোর আঘাতেই প্রাণ হারান ১৬জন। এদের মধ্যে ১৫জন আবাসস্থলেই মারা যান। আর একজন মারা যান হাসপাতালে নেয়ার পথে। এ ছাড়া কয়েকজন আহতও হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকাজের সময় স্থানীয় জনগণের সঙ্গে সহায়তা করেন এসএসবি বা সশস্ত্র সীমা বল। উদ্ধারকাজের তদারকি করেছে সেনাবাহিনী। তারা জানিয়েছে, ধসে পড়া ভূমির নিচে আর কোনো মানবদেহ নেই। এ দিকে, নিহতদের সবাই আসামের বাসিন্দা। তাদের রাজ্য সরকার নিহতদের পরিবারকে চার লক্ষ করে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।