
সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক নুরুল করীম মজুমদার’র আত্মার মাগফিরাত কামনায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের আয়োজন মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৬ জুলাই) বিকেলে ছাগলনাইয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। নুরুল করীম মজুমদার ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন এবং ফেনী থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদক ছিলেন। ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুক ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সহ সভাপতি মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, সদস্য কফিল উদ্দিন মজুমদার, রফিক উদ্দিন প্রমুখ। এসময় বৈশ্বিক মহামারী করোন ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ ওসমান।
Please follow and like us: