আমি স্ত্রী রুপে অর্ধাঙ্গিনী
সন্তান রুপে কন্যা।
আমি নারী,রাঁখি হাতে
বোন আমি ভ্রাতার মঙ্গল কামনা।
আমি নারী, নারী রুপে বীরঙ্গনা
ফেরদৌসি প্রিয়ভাষিণী সহ
লাখ নারীর কান্না।
আমি নারী, অস্র হাতে যোদ্ধা
আমি বিবি তাঁরামন, সেতারা।
আমি নারী, আমি বৈমানিক পৃথুলা
কঠিন অগ্নিতে দগ্ধ হতে ও
যে কুন্ঠাবোধ করিনা।
অামি নারী, নারী রুপী বহুসত্বা
কলম হাতে বেগম রোকেয়া,
সুফিয়া কামাল আমি নতুনের শুভ সূচনা।
আমি নারী, নারী রুপি রাষ্ট্রনায়িকা
শক্তহাতে রাজ্য গড়ি আমি গনতন্ত্রের মাতা।
হ্যাঁ আমি নারী, আমি বিশ্বের বুকে প্রথম
বাঙালী পবর্তারোহী নারী ওয়াসফিয়া নাজরীন।।
আমি নারী, ডাঃ কাজী জোহরা
মানব সেবায় প্রথম বাঙালী মুসলিম
আমি সকলের জানা।
আমি নারী,আমি নারী আমি চিৎকার
করে বলতে পারি,আমি নারী মাদার তেরেসা।
আমি সারা জাহানের জননী বিবি হাওয়া।
নারীরে কর শ্রদ্ধা পুরুষ,নারীরে কর ভয়
নারীতে তোমার জম্ম হয়েছে,নারীতে পরিণয়।
ধর্ষণে তার যৌন নিপীড়নে করোনা অবক্ষয়
সন্তান নামে পুত্র তাহার, স্বামীর রুপে পরিচয়।
পিতৃ নামে জন্মদাতা, সোহাগ করে ভাইয়া
অবমাননার আগে যেন মনে পড়ে এই নামটা।