
উজ্জ্বল রায়, পৌষকালী মেলা থেকে ফিরে■:
কালী মন্দির প্রায় সাড়ে ৪০০ বছরের পুরনো। মন্দিরটি ঘিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষকালী পূজা। গতকাল মেলা উপলক্ষে হাজারো ভক্তের পদচারণায় মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। আয়োজকরা বলছেন, আগে এখানে একদিনের মেলা বসত। তবে ২২ বছর ধরে তিনদিনের মেলার আয়োজন করা হচ্ছে। মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের কয়েকশ স্টলে কেনাকাটার ধুম। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা জানান, মেলা শুরু হয়েছে গত শনিবার। বেশ ভালো বেচাকেনা হচ্ছে। নওয়াপাড়া থেকে আসা ব্যবসায়ী নয়ন মোল্লা বলেন, সব থেকে বেশি চাহিদা প্রসাধনীর। এদিকে মেলায় দা, কাস্তে, বঁটির পসরা নিয়ে বসা ব্যবসায়ী চন্দ্রা রক্ষিত বলেন, প্রতিবারই মেলায় দোকান নিয়ে বসি, এবারো বসেছি। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী সর্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ভক্ত, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে বলেন, গত শনিবার পৌষকালী পূজা উপলক্ষে তিনদিনের মেলা শুরু হয়েছে। প্রথম দিকে একদিনের মেলা ছিল। ১৯৯৬ সাল থেকে আয়োজন করা হচ্ছে তিনদিনের মেলার। প্রতি বছরই জমজমাট মেলা হয়। এবার মেলায় ছোট-বড় প্রায় ৬০০ স্টল বসেছে।