
“প্রিয় কুতুবদিয়া দ্বীপ”
কুতুবদিয়া, আমার প্রিয় স্বপ্ন দ্বীপ,
কক্সবাজার জেলার,উপজেলা দীপ।
প্রাকৃতিক সৌন্দর্যের, উজ্জ্বল দৃষ্টান্ত,
চারিদিকে পারাবার,তবু প্রাণ শান্ত!
মন চায় প্রতিদিন, সঙ্গী হতে সেথা,
তাদের নিত্য জীবন, যেনো মোর ব্যথা!
পারিনি যেতে কখনো, তথাকার সনে,
এবার তবে, শপথ করলাম মনে।
সিন্ধুর ভয়াবহতা, প্রত্যহ নিয়তি,
তারি মাঝে বেঁচে আছে, জনের প্রগতি।
আজকে বাদল দিনে, হতে চাই সাথী,
কেনো যেনো মনে হয়, তারা মোর বিথী!
দ্বীপবাসীর হৃদয়ে যাহা, মোর কথা,
ঘূর্ণিঝড় যদি আসে, থাকি যেনো তথা!
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us: