
প্রথম দেখায় উঠেছিলো
ঝড় বুকের জমিনে,
এঁকেছি যে তোমায় আমি
হৃদয়েরই গহীনে!
তোমার কথা ভেবেই সারা
একান্তে আনমনে,
বলে যাই কতই না কথা
নিরবে সংগোপনে।
তুমি শুনো নাই শুনো নাই
সে কথা হে প্রিয়তমা,
প্রেমের আকুতি যে কতটা
এ বুকে রয়েছে জমা!
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ
Please follow and like us: