৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার- সজীব হত্যার সাথে জড়িত একজন আটক ও দুইটি অস্ত্র উদ্ধার 




প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার- সজীব হত্যার সাথে জড়িত একজন আটক ও দুইটি অস্ত্র উদ্ধার 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২৪, ২০:৩৫ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের দেমা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জনপ্রিয় নেতা সজিব তরফদার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত একজনকে আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়েছে। আটক হত্যাকারী আবু বক্কার সিকদার বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া গ্রামের আ. সোবহান শিকদারের ছেলে। শনিবার (৯ নভেম্বর) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যলয় পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরো জানান, হত্যাকারী আবু বক্কার শিকদারকে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিরোজপুর জেলার কাউখালি হুগলি বাটকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তার দেয়া তথ্য মতে সদর উপজেলার কাড়াপারা উইনিয়নের মির্জাপুর (সাহাপাড়া) যমুনা সাহার বাড়ীর পার্শ্বে পরিত্যাক্ত ডোবা থেকে দেশী তৈরী একটি একনলা ও একটি দুইনলা পাইপগানসহ একটি গুলি এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়। সজীব হত্যার ঘটনায় অস্ত্র ও হত্যা দুইটি মামলায় দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান,  মাত্র ৩ লক্ষ টাকা চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার ৩ সহযোগি এই কিলিং মিশনে অংশ নেয়। হত্যার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যার সাথে অংশগ্রহনকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। শুক্রবার (০৮ নভেম্বর) রাতে সজিবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-৯জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
সজিব তরফদার বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কাজ শেষে বাড়ি যাওয়ার পথে কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর এলাকার আমতলা মসজিদের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে দা দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় গুলিতে মোটরসাইকেলে থাকা সজিবের চাচা কামাল তরফদার আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET