
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে রাতের আঁধারে শিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ মার্চ )গভীর রাতে এই ঘটনা ঘটে। তিন মাস বয়সী শিশুটির নাম সাজিদ ফরাজী, সে ওই এলাকার আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ছেলে। আবু সাঈদ পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, রাতে শিশুটির মা-বাবা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন শিশু সাজিদ পাশে নেই। আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এখবর লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। এই দম্পতির দাবি, তাঁদের সন্তান চুরি হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও ফকিরহাট মডেল থানা পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান শিশু সন্তান চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনো পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।