৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায় এবং ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলমকে খুলনা রেঞ্জে সংযুক্ত করতে বলা হয়েছে। সোমবার (২০ মে) খুলনা রেঞ্জের ডিআইজিকে দেয়া এক চিঠিতে এমন নির্দেশনা দিয়েছেন ইসির উপসচিব মিজানুর রহমান। নির্বাচনের সময় ওই দুই কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতেও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) ফকিরহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার (১৯ মে )মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান (বাবু) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে ই-মেইলের মাধ্যমে একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। অভিযোগে বলেন, ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাতের আঁধারে কর্মীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও এলাকা ছাড়ার হুমকি দেন। ফলে কর্মীদের পরিবারের সদস্য এবং নিজ নিজ এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও নিরপেক্ষ ভোট প্রদানে প্রভাব পড়েছে।
অভিযোগে আরও বলা হয়, উপজেলার পিলজংগ গ্রামের খলিলুর রহমান, লখপুর ইউপি সদস্য হারুন অর রশিদ ও একই ইউনিয়নের শেখ রহিম আহম্মদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)এর ওসি স্বপন রায় জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসী, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার সহ রুটিন ওয়ার্কে গিয়েছিলাম। ভোটাররা এলাকায় থাকবে ভোট দিবে, আমি তাদের এলাকা ছেড়ে যেতে বলি নাই।
Please follow and like us: