২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফসল রক্ষা বাঁধ নড়বড় হলে আইনি পদক্ষেপে’র হুশিয়ারি।




ফসল রক্ষা বাঁধ নড়বড় হলে আইনি পদক্ষেপে’র হুশিয়ারি।

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২৪, ১৭:৩০ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ধিত সময়েও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। এসময় হাওরের কৃষক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন এ সমাবেশে অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে হাওর বাঁচাও আন্দোলনের নেতারা বলেন, ফসল রক্ষা বাঁধের নীতিমালা অনুযায়ী গেলো ২৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও শেষ হয়নি বাঁধের কাজ। দ্বিতীয় দফায় সময় দেয়া হলেও দ্বিতীয় দফার সময়ও পেরিয়ে গেছে কিন্তু এখনো অনেক হাওরে বাঁধের কাজ শেষ হয়নি। বক্তারা বলেন, বাঁধ তদারকিতে থাকা পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা ও গাফিলতির কারণে বর্ধিত সময়েও বাঁধের কাজ শেষ না করায় আগাম বন্যার শঙ্কায় আছেন হাওরের কৃষকরা। সেইসাথে বৃষ্টিপাতের আগে বাঁধের কাজ শেষ না করা গেলে হাওর ডুবিতে ফসলহানির আশঙ্কা ও রয়েছে।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, যদি আমাদের ফসল রক্ষা বাঁধ গুলো সুষ্ঠু ভাবে নির্মাণ করা না হয় এবং বাঁধ গুলো যদি নরবরে করে করা হয় তাহলে আমরা কৃষক ভাইদেরকে সাথে নিয়ে দূর্নীতিবাজ পিআইসি সহ তাদেরকে সাহায্যকারী সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে, হাওরের ফসলহানি হলে কৃষকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বাহলুল, রমেন্দ্র তালুকদার মিন্টু, শহীদনূর আহমেদ, একে কুদরত পাশা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET