
ফিলিপাইন বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অনলাইন সিএনএন বলছে, রোববার দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সি-১৩০ নামের সামরিক বিমানটি মিন্দানাওয়ের কাগায়ান ডি ওরো থেকে সেনাদের নিয়ে সুলু প্রদেশে যাচ্ছিল। সশস্ত্র বাহিনীর প্রধান সিরিলিতো সোবেজানা বলেছেন, বিমানটি জোলো দ্বীপে রানওয়েতে অবতরণ করতে ব্যর্থ হয়। ফলে তা পাতিকুল নামের একটি গ্রামে বিধ্বস্ত হয়। স্থানীয় টিভিতে ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ও ঘটনাস্থল থেকে ঘন কালো ধোয়া উপরে উঠে যাওয়া দেখানো হচ্ছে। সিরিলিতো সোবেজানা বলেছেন, কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে জোলোতে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।