ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না বলে হুঙ্কার দিয়েছেন ইসরাইলের নতুন প্রতিরক্ষামন্ত্রী।
কট্টর জাতীয়তাবাদী বলে পরিচিত অ্যাভিডগর লিবারম্যান বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনোই আলোর মুখ দেখবে না।’
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিমতীরে বসতি স্থাপনকারী লিবারম্যানকে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য অনুমোদন দিয়েছে ইসরাইলি পার্লামেন্ট।
ডানপন্থী ইসরাইলি বেইতেনু পার্টির নেতা লিবারম্যান দেশটির সরকারি দল লিকুদ পার্টির সঙ্গে গত শুক্রবার একটি জোট করে।
এর জোটের প্রতিবাদে পদত্যাগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিপদজনক আর উগ্রবাদীদের হাতে যাচ্ছে ইসরাইল।
তার পদত্যাগের পরই নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লিবারম্যানের নাম ঘোষণা করা হয়।
সংবাদদাতারা বলছেন, ইসরাইলের মন্ত্রিসভায় এখন ফিলিস্তিনের স্বাধীনতার ঘোর বিরোধী নেতাদের সংখ্যাই বেশি।