শাখাওয়াত হোসেন :
গতকাল ফুলগাজীতে পালিত হয়েছে ১৭ই এপ্রিল মজিব নগর দিবস। এ উপলক্ষে রবিবার দুপুরে ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গ বন্দুর প্রতিক্রিয়তে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন ফেসী-১ আসনের সাংসদ শিরীন আক্তার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল, বিআরডিবির ফুলগাজী চেয়ারম্যান নুরুল ইসলাম উপজেলা ছাএলীগ সাধারন সম্পাদক মো সামীম প্রমুখ।
এসময়ে এক আলোচনা সভায় শিরিন আখতার এমপি বলেন, মুজিব নগর দিবস বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি চিরস্মরনীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিব নগর থেকে স্বাধীনতার ঘোষনাপত্র জারি করা হয় এবং এর মাধ্যমে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ২৬ শে মার্চ শেখ মুজিবুর রহমানের দেয়া স্বাধীনতার ঘোষনাকে এর মাধ্যমে প্রতিপাদন করা হয়।