মোর্শেদঃ
ফুলগাজী উপজেলা ফেনী-১ এর সংসদীয় আসনের অন্যতম একটি উপজেলা। ২০২২ সালের সর্বশেষ জরিপের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এ উপজেলায় মোট জনসংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৪ শত ৪৪ জন।
লক্ষাধিক জনসংখ্যার ফুলগাজী উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬ শত ৭১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৭ শত ৬০ ও মহিলা ভোটার ৫০ হাজার ৯ শত ১১ জন।
গত ৮ মে ‘২৪ ইং অনুষ্ঠিত উপজেলা নির্বাচন আওয়ামী লীগের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারেনি বলে মনে করছেন আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী।
সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার প্রার্থী হওয়ার পর মুলতঃ তাদের দুজনের অনুসারী আওয়ামী লীগের সমর্থকরা কোন্দল এবং বিভক্তিতে জড়িয়ে পড়ে।পরবর্তী সময়ে আবদুল আলিম প্রার্থীতা প্রত্যাহারের পর দলীয় বিভক্তির অবসান হলেও বাস্তবে ভোটের ফলাফল হয়েছে উল্টো।
এছাড়া স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দল বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের উপজেলা নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতিতে ধস নামে বলে মনে করেন বিশ্লেষকরা।
আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত গোসাইপুরে ভোটের চিত্র সুখকর ছিল না বলে ভোটের ফলাফলে দেখা যায়।
চলতি বছরের গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ উপজেলায় মোট ভোটার ছিল ১ লক্ষ ৪ হাজার ১ শত ৪৭ জন।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেয়েছিলেন ৫২ হাজার ২৮০ ভোট।
সে সময়ে ১ লাখ ৪ হাজার ১৪৭ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৫৬ হাজার ৬৭০টি। ভোট পড়ার হার ছিল ৫৪ শতাংশের কিছু বেশি।
গত ৮ মে (বুধবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফুলগাজী ১ লাখ ৫ হাজার ৬৭১ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ২৯ হাজার ৩৩০টি। ভোট পড়ার হার ছিল ২৭.৭৬ শতাংশ।
জাতীয় সংসদের মাত্র চার মাস পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার উপস্থিতি কমেছে ২৭ হাজার ৩৪০
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম
যে সংখ্যক ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার চেয়ে কম ভোট পড়েছে এই উপজেলার সবগুলো কেন্দ্রে।
জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে সর্বমোট ৩২ টি কেন্দ্র ভিত্তিক নিম্নলিখিত তথ্য পাওয়া গেছে।
ফুলগাজী সদর ইউনিয়নঃ
১)হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২২১৫ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৪০৯০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১০৮৩ ভোট
২. নিলখী অধ্যক্ষ আবদুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২২০০ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৪৬৬ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৭৬৯ ভোট।
৩. গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২১০৫ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২৭০৯ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ২২২ ভোট।
8. ফুলগাজী সরকারি কলেজ,মধ্যম বাশুড়া কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২২৯৫ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৭৭৫ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৩৮০ ভোট।
৫. ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (ফুলগাজী বাজার) কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে১৫০৮ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৮৪৬ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৬০৫ ভোট।
৬. উত্তর বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বরইয়ায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে১৬৫৪ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২৯৮৯ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৫৭৯ ভোট।
৭. কিসমত ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে১৮৯৪ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২৯১৫ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৪৭৬ ভোট।
৮. একরাম নগর উত্তর দৌলতপুর মমতাজ বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২০১১ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৮০৭ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৫৫৭ ভোট।
মুন্সীরহাট ইউনিয়নঃ
৯. বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৬৯৯ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ১৬৯৯ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১০৯০ ভোট।
১০. করইয়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৯৭৯ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২৬৭০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৬৪৭ ভোট।
১১. নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে১২২২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২০৬৭ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৫২৩ ভোট।
১২. কমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৮৩০ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২৯৫৮ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৮০৬ ভোট।
১৩. পৈথারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১৪৪৪ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৫৮০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১২৭৬ ভোট।
১৪. উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৮৮৪ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ১৯৫৪ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১০১১ ভোট।
১৫. আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, ফতেহপুর (নতুন মুন্সীরহাট) কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৮৮২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৮৮৭ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৭২৬ ভোট।
দরবারপুর ইউনিয়নঃ
১৬. আলী আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, (পুরাতন মুন্সীরহাট) কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২৭০০ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৪৮৫৪ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১৪৪৬ ভোট।
১৭. পশ্চিম বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১৯৩২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৮৩৬ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১০৯৪ ভোট।
১৮. জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১২২৬ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২১২৪ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৪৯৮ ভোট।
১৯. ধলিয়া চকবস্তা এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১৫৩২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৪০২৬ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১০১৯ ভোট।
আনন্দপুর ইউনিয়নঃ
২০. দক্ষিণ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২৩৫৩ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৪৮৫০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ২১৭৪ ভোট।
২১. বন্দুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে২৩৪৯ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৪২৭১ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১৯৭৬ ভোট।
২২. হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শাখা) কেন্দ্রে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২২০৯ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৫৮১ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১২০০ ভোট।
আমজাদহাট ইউনিয়নঃ
২৩. দক্ষিণ ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১১৯২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩২৮০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৮২৪ ভোট।
২৪. ধর্মপুর এডুকেশনাল এষ্টেট (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১১৭৮ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩১১৯ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৩৮৫ ভোট।
২৫. উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৯৯৫ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ১৯০৭ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৭৬০ ভোট।
২৬. পূর্ব বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১০৭৫ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ২৯৯৩ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৮৭০ ভোট।
২৭. দক্ষিণ তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২০৭২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩১৫০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৩৮৩ ভোট।
২৮. উত্তর তারাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২৬৯৬ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৮৩৯ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৪০৮ ভোট।
২৯. ফেনাপুষ্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৭১২ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ১৭৬৭ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ৫২১ ভোট।
জিএমহাট ইউনিয়নঃ
৩০. পশ্চিম বসিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ২৫৬৮ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩৯৭৬ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১০৬৫ ভোট।
৩১. জিএমহাট উচ্চ বিদ্যালয়,শরীফপুর কেন্দ্রে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ১৭১৮ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৪৪০০ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১১০৬ ভোট।
৩২. শ্রীচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সাংসদ নাসিম পেয়েছে ৯৫১ ভোট পক্ষান্তরে উপজেলা নির্বাচনে মোট ৩২৮৬ ভোটারের বিপরীতে কাপ-পিরিচ প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার পেয়েছে ১১৬৫ ভোট।
উপরোল্লিখিত ফলাফলে দেখা যায়,চেয়ারম্যান পদে প্রার্থী হারুন মজুমদার মোট ২৭৬৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন । এ নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী অনিল বণিক ১১০৮৯ ভোট পেয়েছে। অর্থাৎ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ভোটের পার্থক্য ১৬৫৪৬ জন ভোটার চেয়ারম্যান পদে একক ভোট প্রদান করেছে।
ফুলগাজী উপজেলায় সংসদ নির্বাচনের চেয়েও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। সাধারণত সংসদের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হয়। এবার উপজেলা নির্বাচনের ফলাফলে উল্টো চিত্র দেখা গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও কী ভোট কেন্দ্রে যাননি?
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা মন্তব্য করতে রাজি হননি।