দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি গুদামে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫মে) বিকেল ৩ টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের কৃষক অলিমুদ্দিন এর নিকট থেকে এক টন ধান ক্রয়ের মধ্যদিয়ে ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্রে জানা যায়, ইরি-বোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ১হাজার ৪৪৪ মে.টন ধান, ৩২ টাকা কেজি দরে ক্রয় করা হবে। মিল মালিকদের কাছ থেকে ৭হাজার ২৭৩মে.টন সিদ্ধচাল, ৪৫ কেজি দরে এবং ৮৫৯ মে.টন আতপচাল, ৪৪ টাকা কেজি দরে ক্রয় করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু,আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন,কালি আটো রাইস মিলের সত্তাধীকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত,প্রাণ বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন,ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ।