দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। নববর্ষ উপলক্ষে বাংলার ঘরে ঘরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পহেলা বৈশাখকে বরণ করে নিতে উপজেলা প্রশাসন,পৌর প্রশাসনসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
বর্ষবরণ উপলক্ষে আজ রোববার সকালে পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণকারী নানা বয়সের নারী-পুরুষ,কচিকাচা কেউ পাঞ্জাবী,কেউ বাসন্তি শাড়ী পরে গানের তালে তালে নাচতে থাকে। পরে র্যালীটি পৌরসভা আয়োজিত বৈশাখী মেলায় গিয়ে শেষ হয়। এরপর পৌর প্রশাসনের আয়োজনে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করে।
মঙ্গল শোভা যাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. কামহ্ তমাল, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমূখ। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, পৌর পরিষদের কাউন্সিলর,কর্মকর্তা,কর্মচারী,বীরমুক্তিযোদ্ধাগণসহ উপজেলার সর্বস্তরের মানুষ।
এদিকে বৈশাখ উপলক্ষ্যে স্থানীয় উপশহরে পৌরসভার আয়োজনে পাঁচদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। ফুলবাড়ী পৌরসভা আয়োজিত বৈশাখী মেলায় শতশত মানুষের ঢল নামে।