দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে জাকির সর্দার (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নির্মাণ শ্রমিকের (রাজ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রনি (৩০) আহত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার উত্তর সুজাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান।
নিহত জাকির সর্দার জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আহত রনি একই এলাকার মাইদুলের ছেলে। উভয়ে রাজ মিস্ত্রির কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির সর্দার ও রনি মোটর সাইকেল যোগে ফুলবাড়ী পৌর শহর থেকে উপজেলার শিবনগর এলাকায় যাওয়ার পথে উত্তর সুজাপুর এলাকায় মেইন সড়ক থেকে পকেট সড়কে যেতে ডান দিকের মোড় নিলে দিনাজপুর থেকে আসা প্রাণ কোম্পানির একটি দ্রতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো -উ ১২-০৫-৭৮) তাদের চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির সর্দারকে মৃত ঘোষনা করেন এবং আহত রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।