সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা খাদ্য অধিদপ্তর এবং সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা সভা কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৪৮২ জন কৃষককে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লটারি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার,ফুলবাড়ী খাদ্য গুদামের খাদ্য ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রওশন আলী সহ সাংবাদিকবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন ।
উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার বলেন, ইরি-বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৪৪৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক ১টন থেকে শুরু করে সর্বোচ্চ তিন টন পর্যন্ত ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। এজন্য লটারীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার আবেদনকারী ৩ হাজার ৭৯৫জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪৮২জন কৃষক নির্বাচন করা হয়েছে। এছাড়া শতকরা ৩০ শতাংশ কোঠা হিসেবে ১৪৪জন কৃষককে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত কৃষকদের মধ্য থেকে যদি কোনো কৃষক ধান দিতে না পারে, সেই ক্ষেত্রে অপেক্ষমান কৃষকরা ধান দিতে পারবেন।