১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন




ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২৪, ২০:৪০ | 645 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা খাদ্য অধিদপ্তর এবং সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা সভা কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৪৮২ জন কৃষককে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লটারি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার,ফুলবাড়ী খাদ্য গুদামের খাদ্য ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রওশন আলী সহ সাংবাদিকবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন ।
উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার বলেন, ইরি-বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৪৪৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক ১টন থেকে শুরু করে সর্বোচ্চ তিন টন পর্যন্ত ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। এজন্য লটারীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার আবেদনকারী ৩ হাজার ৭৯৫জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪৮২জন কৃষক নির্বাচন করা হয়েছে। এছাড়া শতকরা ৩০ শতাংশ কোঠা হিসেবে ১৪৪জন কৃষককে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত কৃষকদের মধ্য থেকে যদি কোনো কৃষক ধান দিতে না পারে, সেই ক্ষেত্রে অপেক্ষমান কৃষকরা ধান দিতে পারবেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET