চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন।
এ উপলক্ষে ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মটর সাইকেল প্রতিকের
চেয়ারম্যান পদ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
রোববার বিকালে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মিল্টনের নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মিল্টন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একটি শান্তিপুর্ন নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা অপরিহায্য। তাই আগামী ৫ জুন ফুলবাড়ী উপজেলা নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। এসময় তিনি প্রতিপক্ষ প্রার্থীর আগ্রাসী ভূমিকা ও তার নেতা-কর্মিদের হুমকি দেয়ার কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্স টিভির জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, যায়াযায়দিন প্রতিনিধি মোঃ রজব আলী, সমকাল প্রতিনিধি আজিজুল হক, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদুল ইসলাম ডিফেন্স,সাংবাদিক খাজানুর হায়দাল লিমন, ফিজারুল ইসলাম ভুট্টু, আনোয়ার সাদ্দাতসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট ভাই মো: মুশফিকুর রহমান বাবুল ও রফিকুল ইসলাম মন্টু। তবে রফিকুল ইসলাম মন্টু নির্বাচনের প্রচার প্রচারনা না করায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সাথে জোর প্রতিদ্বন্দিতা করছেন এমপির ভাই ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন এ নির্বাচনে প্রতিদন্দিতা করছেন।
Please follow and like us: