দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১মে) সন্ধায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মইনুল ইসলাম (৪২) তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। পৌর এলাকার চকচকা কলাবাগান গ্রামের কোরবান আলীর ছেলে মাসুদ রানা (৩৩),একই এলাকার মজিবর রহমান এর ছেলে রবিউল ইসলাম (৩২)।
মামলা সুত্রে জানা যায়, ফুলবাড়ী থানা এলাকায় আইন-শৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের অস্ত্রবাড়ী এলাকায় অভিযান চালালে অভিযুক্ত ব্যাক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাদের কে গ্রেফতার করা হয়।
এসময় মইনুল ইসলাম এর পরিহিত লুঙ্গির কোচের মধ্যে থেকে একটি সাদা রঙের কৌটায় পলিথিনের কাগজে মোড়ানো নেশা জাতীয় মাদকদ্রব্য কমলা রঙের ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যাহার আনুমানিক মুল্য নয় হাজার টাকা। এ ঘটনায় থানার এস আই আরিফুজ্জামান বাদী হয়ে ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের তিনজন কে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: