দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী শরীয়া আইনে পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংক এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের নিমতলা মোড়স্থ চেয়ারম্যান সুপার মার্কেট এর ২য় তলায় ফুলবাড়ী উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী পৌরসভার মেয়র বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন।
উদ্বোধন অনুষ্ঠানে ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস প্রমূখ।
এর আগে ঢাকা প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী সারাদেশে একযোগে মোট ৭টি উপ-শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর আলম।