দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে দেবাশীষ মন্ডল (৪৩) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু।
হয়েছে। শুক্রবার ( ১৭মে) সন্ধা ৭টায় অতিরিক্ত গরমের কারনে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। উপজেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষক দেবাশীষ মন্ডল,পৌর শহরের পূর্ব কাঁটাবাড়ী গ্রামের শিক্ষক বিনয় মন্ডলের একমাত্র ছেলে। তিনি লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ছিলেন।
জানাযায়, শুক্রবার ( ১৭মে) বিকেলে বাড়ীতে কাজ করছিলেন দেবাশীষ। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে ওই চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলেন। ততক্ষণাত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রোববার সকালে স্থানীয় শ^সানে তার মরদেহের শেষ কৃতকার্য সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকর রহমান বিষয়টি নিশ্চিত করে একটি শোক বার্তা দিয়েছেন।
দিনাজপুর আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শুক্রবার ( ১৭মে) সন্ধায় দিনাজপুরের চূড়ান্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৬০ শতাংশ।
Please follow and like us: