হিমালয়ের হিমবাতাস আর চলমান শৈতপ্রবাহে উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে সব থেকে বেশি বিপাকে পড়েছে ছিন্নমুল,হতদরিদ্র ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো। হাঁড়-কাপানো শীতে কাজ না থাকায় গরম কাপড় সংগ্রহ করতে না পারা ছিন্নমুল,হতদরিদ্র মানুষগুলোর কাছে এবার গভির রাতে কম্বল নিয়ে নিজেই হাজির ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন, বাসষ্টান্ড,নিমতলা মোড় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় গিয়ে শীতে কাহিল মানুষগুলোর মাঝে প্রধান মন্ত্রীর উপহারের এই কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে সরাসরি তৃণমূল মানুষগুলোর কাছে ইউএনও নিজে কম্বল পৌঁছে দেওয়ায় উপজেলার বিভিন্ন স্তরের মানুষ সদ্য নিযুক্ত এই সরকারী কর্মকর্তার কাজে মুগ্ধ হয়েছেন। এমনিভাবে সাধারণ মানুষের জন্য বরাদ্ধকৃত সরকারী সহায়তা সঠিকভাবে সাধারণের মাঝে বিতরণ হবে এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিকুল ইসলাম বলেন, শীতে সবচেয়ে বেশী কষ্টে থাকে ছিন্নমুল ও হতদরিদ্র মানুষগুলো। এজন্য তিনি প্রধান মন্ত্রীর দেয়া উপহারের কম্বল তাদের মাঝে বিতরণ করছেন। এতে করে তাদের কষ্ট লাঘব হবে। তবে সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এ সকল দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান।