২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন




ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২১, ১৫:৪১ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৃথক পৃথক ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। ৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ১৪দিন এই ক্যাম্পেইন পৌর শহরসহ উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জ্বলসহ স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, উপজেলার প্রায় ১৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস ২৯ দিনের এক হাজার ৫০০ শিশু এবং ১ থেকে ৫ বছরের ১২ হাজার শিশু।
এর আগে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে সকাল ৯টায় স্থানীয় ঢাকা মোড়ে আনুষ্ঠানিকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, স্যানেটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, স্বাস্থ্য সহকারী কহিনুর বেগম, টিকাদান সুপারভাইজার শেখ সোহরব আলী হিরা প্রমুখ।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌরএলাকায় ২৬টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৭০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET