মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকেঃ- দিনাজপুর ভোক্তা অধিদপ্তর এর নিয়মিত বাজার তদারকির আওতায় ফুলবাড়ী পৌর এলাকার টিটির মোড় নামকস্থানে মেয়দ উর্ত্তিন কীটনাশক রাখার ও মেয়াদের তারিখ কেটে দেওয়ার অভিযোগে কাশেম মস্টার ট্রেডার্স কে ৪০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
দিনাজপুর ভোক্তা অধিকারের সহকারী পারিচালক মোছাঃ মমতাজ বেগম জানান, কাশেম মাস্টার ট্রেডার্স বিপুল পরিমানে মেয়াদ উর্ত্তিন কীটনাশক ও বিষ দোকানে রেখে বিক্রয় করছে এবং যে সকল পণ্যের মেয়াদ শেষ হয়েছে সেখানে কলম দিয়ে কেটে দেওয়া হয়েছে। এমন অপরাধ করায় ৫১ ধারায় তার বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমান করা হয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে মেয়াদ উত্তির্ণ কীটনাশন ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে ৩ গুন বেশি পরিমান জরিমানা করা হবে।
অভিযান চলাকালে উপজেলা সেনেটারী অফিসার জগদিস চন্দ্র মহন্ত,থানার ৩ সদস্য পুলিশ উপস্থিত ছিলেন।