
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পারি আমরাই পারবো’ এর উদ্যেগে সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় পৌর এলাকার ঢাকা মোড়ে সাধারণ মানুষকে সচেত করতে রিকশা-ভ্যান,পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার ৩ শতাধিক মানুষের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেন, সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক সানি, স্বেচ্ছাসেবী সৈয়দ হাসান মামুন প্রমূখ।
‘আমরাই পারি আমরাই পারবো’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক সানি বলেন, দিন দিন করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে। তারপরেও অনেকেই সচেতন হচ্ছেন না। কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থাকছে পকেটে কিংবা মুখের থুতনিতে ঝুলানো। মানুষকে সচেতন করতেই আমাদের এই সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ। এই কর্মসূচি অব্যাহত থাকবে।