২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত বরণ করতে যাচ্ছে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র




ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত বরণ করতে যাচ্ছে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২১, ২০:১৮ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক পাঁ হারাতে হচ্ছে সাকিব হাছান রতন নামে এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রকে। চিকিৎসকেরা বলছেন তার ডান পাঁ কেটে ফেলতে হবে।
দুর্ঘটনার শিকার স্কুল ছাত্র সাকিব হাছান রতন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে ও উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
গত ৬ জুন বিকাল ৪টায় বাড়ীর সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা অবস্থায় বাবলু নামে এক বেপরোয়া মটর সাইকেল চালক তাকে সজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় ভুটু বাবু নামে এক ফেরি ব্যবসায়ীও আহত হয়।
স্কুল ছাত্র সাকিব হাছান রতনের চাচা আনোয়ার হোসেন বলেন, মটর সাইকেলের চাপায় সাকিব হাছান রতনের ডান পাঁ একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যায়, প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, সেখানেও চিকিৎসা না হওয়ায়, তাকে ঢাকা হেলথ কেয়ার নামে একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসা করানো হয়। দির্ঘ ২২ দিন চিকিৎসা করানোর পর চিকিৎসকরা সাকিব হাছান রতনের ডান পাঁ কেটে ফেলার পরামর্শ দেয়ায়, গত ২৭জুন সাকিব হাছান রতনকে বাড়ীতে ফিরে নিয়ে আসে পরিবার।
এদিকে একমাত্র ছেলে সন্তানের এই করুন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন, সাকিব হাছান রতনের পিতা মতিয়ার হোসেন। তিনি বলেন পৈত্রিক সুত্রে পাওয়া তিন বিঘা জমি বন্দক রেখে এই পর্যন্ত ছেলের চিকিৎসা করিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাক্তার শাহেন শাহ বলেছেন পাঁ কেটে ফেলতে এক লাখ ২০ হাজার টাকার প্রয়োজন, এই টাকা তিনি কোথাও যোগাড় করতে পারছেন না, এই জন্য তিনি বিত্তবানদের নিকট সহযোগীতার অনুরোধ করেছেন। পরিবারের সদস্যরা জানায় মতিয়ার হোসেনের দুই মেয়ে ও এক ছেলে সাকিব হাছান রতন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET