এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের ফুলবাড়ীতে বরকতিয়া হোটেল মালিকের পুত্র মো: মিলন (৩৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে নানা রকম গুনজন শুরু হয়েছে আসলে হত্যা না আত্মহত্যা।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও বরকতিয়া হোটেলের সত্তাধিকারী মো: সাইফুল ইসলাম এর পুত্র মো: মিলন (৩৫) গত ১৪ এপ্রিল সন্ধায় ফুলবাড়ী উপজেলার দক্ষিন বাসুদেবপুর পুরাতন বন্দর গ্রামের আমজাদ হোসেনের পুত্র মো: আলীর বাড়ীতে রহস্যজনক ভাবে গভীর রাতে তার মৃত্যু হয়। ১৫ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী স্বাস্থ্য কম্পেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, ৯ ঘন্টা আগে তার মৃত্যু হয়। এদিকে তার পরিবার হাসপাতাল থেকে মো: মিলন এর লাশ বাসায় আনেন। তবে এলাকা বাসী বলছে, হত্যাটি রহস্যজনক মনে হচ্ছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুর রহমান জানান, ঘটনা শুনেছি, কিভাবে হত্যা হয়েছে, অভিযোগ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা।
এব্যাপারে বকতিয়া হোটেলের মালিক মো: সাইফুল ইসলাম জানান, কিভাবে মারা গিয়েছে আমি তা বলতে পারব না। তবে আমার পুত্র হত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।