ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১২ টায় রাজধানীর ১২ পুরানো পল্টন কালের দিগন্ত কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য শামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এফবিজেও প্রতিষ্ঠাতা সদস্য সচিব রুড়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান,ডিইউজে’র মেম্বার সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম,সমন্বয় কমিটির সদস্য ও নারাণয়গঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু,যাত্রাবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওমড় ফারুক, তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ফারুখ হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন সংগঠনের নির্বাচনি পক্রিয়া সম্পুর্ন করতে সকলেই বদ্ধপরিকর সেই সাথে সংগঠনের ভোটার হাল নাগাত করতে সম্বয় কমিটিকে কাজ চালিয়ে যেতে হবে। সংগঠনের নতুন সদস্য হতে অফিস হতে ফরম সংগ্রহ করে সদস্য হওয়া যেতে পারে সেক্ষেত্রে সমন্বয় কমিটির সাথে যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে সংগঠনটি শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। সুবিধা বঞ্চিত সাংবাদিকদের পাশে সংগঠনটি সব সময় পাশে থাকবে। উল্লেখ্য ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) দেশের ৬৩টি সংগঠনের নেতাদের একত্রিত করে এর যাত্রা শুরু করে। সংগঠনের সাবেক কমিটির মেয়াদ উত্তীন্ন হওয়ায় নতুন ভাবে সংগঠনটি পরিচালনার জন্য এবং সংগঠনটি আরো শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব আনতে নির্বাচনি পত্রিয়া চলছে।