
নিজস্ব প্রতিবেদক:- ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী ইন্টারনেট সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশিস দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কূল প্রদীপ চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইফতেখার আলম চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল্লাহ, চনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথ ইষ্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ পরমেশ চন্দ্র দাস।