স্টাফ রির্পোটারঃ
ফেনী জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। শনিবার বিকালে ফেনী জেলা আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান কভার করতে প্রায় ৩০জন সাংবাদিক যান। ছিলো না সাংবাদিকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার। ইফতারের পূর্বমর্তে সাংবাদিক সুকদেব নাথ তপন সে সিনিয়র সাংবাদিক বলে দাবি করে কিছু সাংবাদিকদের সাথে চেয়ারে বসা নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। কিছু সাংবাদিকরা ইফতার না করেই স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভপিতি দিদারুল কবির রতন বলেন, আজকে যে ঘটনা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। তবে সাংবাদিকরা ইফতার করে গেলেই পারতেন। আমাদের বললে আমরা ব্যবস্থা করতাম।
এ ব্যাপারে সুকদেব নাথ তফন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ব্যস্ত আছি বলে কলটি বিচ্ছিন্ন করে দেয়, পরে তিনি জানান, ওরা সাংবাদিক হিসাবে পরিচয় নেই ও আমার পরিচিত না, তাই উঠায়ে দিয়েছি।