
ফেনী প্রতিনিধি:
সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে সোমবার বিকেলে ফেনীর বালীগাঁও ইউনিয়নের অর্ধশতাধিক দুস্থ্য ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম।ফোরামের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম,দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,ফেনী জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ।এতে বক্তব্য রাখেন,ফোরামের অর্থ সম্পাদক আব্দুল বাতেন,বাংলাটিভির ফেনী প্রতিনিধি এম শরীফ ভূঁঞা,অনলাইন নয়া-আলো’র উপদেষ্টা সম্পাদক কাজী ইফতেখার, ফুলগাজী প্রেসক্লাব’র যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন,জনতার কন্ঠ প্রতিনিধি বেলায়েত হোসেন বাছেত প্রমূখ।অনুষ্ঠানে অর্ধশতাধিক দুস্থ্য ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
Please follow and like us: