
নিজস্ব প্রতিবেদক:-
ফেনীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইভ টিজিং এর দায়ে দুই যুবককে তিন দিন করে কারাদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। ফেনীর ব্যস্ততম বিপণিবিতান শহীদ মার্কেটের দুই যুবক দ্বারা ইভ টিজিং এর শিকার রোজিনা আক্তার। ইতিপূর্বেই সেখানে ইভ টিজিং এর ঘটনা রিপোর্ট করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নম্বর দেওয়া ছিল। সেখান থেকেই সোহেল রানাকে ফোন করেন রোজিনা বেগম। এই তথ্যের ভিত্তিতেই সাথে সাথেই শহীদ মার্কেটের সামনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এ সময় হাতে নাতে ধরে ফেলেন মো: মিঠু ও মো: নাজমুলকে। এ সময় তাদের দুজনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক জানান,ইভ টিজিং এর বিরুদ্ধে রয়েছে জেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা। ঈদকে ঘিরে শপিং মল গুলোতে ইভ টিজিং ঠেকাতে রয়েছে জেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা।
Please follow and like us: