
মেহেরাব হোসেন মেহেদী,ফেনী থেকে: ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক ফেনী মিজান ময়দান। স্থানীয় সংশ্লিষরা এই ঈদ জামাতকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে মাঠ পরিস্কার পরিচ্ছন্নসহ সার্বিক সংস্কার কাজ শেষ করেছে। এবারও বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল মিজান ময়দান থেকে ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রাস্তায় ইতোমধ্যে ঈদকে স্বাগত জানিয়ে সড়কগুলোর আশপাশে ব্যানার দিয়ে সাজানো হয়েছে। এ বছর ঈদ বর্ষাকালে হওয়ায় ময়দানের আশপাশে কোথাও যেন পানি না জমে সে জন্য পানি নির্গমনের দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। ফেনী জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটি জানান, মিজান ময়দানে মুসল্লিরা অংশগ্রহণ করায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিরা যাতে দুর্ভোগে না পড়েন সেদিকে বিশেষ নজর রাখা হবে। ফেনী পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, ফেনীতে সুষ্ঠুভাবে ঈদ জামাতের জন্য মাঠ ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হতে পারে। এছাড়া পুলিশের ক্যাম্প বসানোসহ সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন থাকবে ঈদগাহ এলাকায়। মাঠের সার্বিক নিরাপত্তায় পোশাকী সিকিউরিটির পাশাপাশি র্যাব ও ছদ্মবেশে গোয়েন্দা সংস্থার লোকজন মাঠ ও মাঠের বাইরে দায়িত্ব পালন করবেন।