
নজরুল ইসলাম চৌধুরীঃ ফেনীর এনা পরিবহনের নতুন কাউন্টার ও ২৮ সিটের ৬টি নতুন এসি গাড়ী উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।শহরের এস এস কে সড়কের ডক্টরস পয়েন্টের পাশে পরিবহনের নতুন কাউন্টারে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে এনা পরিবহন প্রাঃ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ আতিকুল আলম,ফেনী জেলা ম্যানেজার হাসান মাহমুদ চৌধুরী,রিপন চৌধুরীসহ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উদ্বোধন হওয়া অত্যাধুনিক নতুন এসি গাড়ীতে সিসি ক্যমেরা,ওয়াইফাই,মোবাইল চার্জিং পয়েন্ট,লেগ রেস্টসহ যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে বলে জানান এনা পরিবহন প্রাঃ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ আতিকুল আলম।
Please follow and like us: