জহিরুল হক খাঁন সজীব- গত কাল শহরের গুরুতপূর্ণ ট্রাংকরোড ও মহিপাল এলাকায় ট্রাফিক পুলিশের চেয়ে যানযট নিরসনে তৎপর ছিল ফেনী সরকারী কলেজের ছাত্ররা ৷ সরে জমিনে গিয়ে দেখা যায় ফেনী কলেজের ছাত্ররা কঠোর পরিশ্রম করে যানযট নিরসনের চেষ্টা করছে, যদিও তারা বারেবারে ব্যর্থ হচ্ছিল৷ বেশ কয়েক জন সিএজি ড্রাইভারের সাথে কথা বলে জানা যায় ছাত্রদের টার্গেট আমাদের উপর, এটা কেন? আমরাতো হাইওয়ে ক্রস করছিনা৷ ফলে যাত্রীর্দুভোগ চরমে৷ প্রায় ১ থেকে ২ ঘন্টা ভোগান্তির পর প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্তনে আসে ও যান চলাচল স্বাভাবিক হয়৷
Please follow and like us: