কাজী ইফতেখারুল আলম :- ফেনীতে শেষ হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
এতে দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
গতকাল রবিবার শহরের পিটিআই মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: খালেদ কামাল, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট রাশেদ মাযহার। মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয় সিভিল সার্জন অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা কৃষি সম্প্রসারণ অফিস। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওয়েব পোর্টাল হিসাবে জেলা প্রশাসক এর কার্যালয় ও ফেনী সদর উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী হিসাবে বিআরটিএ, শ্রেষ্ঠ নাগরিক সেবা উদ্ভাবন বস্তবায়ন জেলা মৎস্য অধিদপ্তর, শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরডিবি, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ফেনী সরকারী কলেজ ও ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ ইউনিয়ন ডিজিটাল সেন্টার সোনাগাজী ও দাগনভূঞা।
শ্রেষ্ঠা উপজেলা নির্বাহী কর্মকর্তা দাগনভূঁঞা ও ফেনী সদর, শ্রেষ্ঠ তরুন উদ্ভাবক হিসাবে ফেনী কলেজের শিক্ষার্থী ও ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
প্রতিদিন স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা প্রাঙ্গনকে মাতিয়ে রাখে।