অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
রিপোর্টাির্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবীর, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগ ও ফেনী ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক শুষেন চন্দ্রশীল, ফেনী প্রেসক্লাবের সভাপতি আজাদ মালদার।
জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঞার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক, ফেনী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দিলদার হোসেন স্বপন, দেশ টিভির জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল পাটোয়ারী, নির্বাহী সম্পাদক জাপর উল্যাহ, এসএ টিভির জেলা প্রতিনিধি মঈনুল রাসেল, ছাগলনাইয়া ডট কমের সম্পাদক জাহাঙ্গির কবীর লিটন, অনলাইন আলোকিত বর্তা ডট কমের সম্পাদক এম শরীফ ভূঞা, সোনাগাজী আলো সম্পাদক আবুল হোসেন রিপন, দৈনিক দিনকালের প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক আজকালের খবর স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারী, চ্যানেল আই’র ভিডিও সাংবাদিক দুলাল তালুকদার,ফুলগাজী প্রেসক্লাব’র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, দাগনভূঞা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ কাজী ইফতেখার , দৈনিক শেয়ার বীজ ফেনী প্রতিনিধি শাহাদাত হোনসন তৌহিদ,
সাপ্তাহিক স্বাস্থ্য কথা প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ হোসেন, হাতে খড়ি প্রতিনিধি নজরুল ইসলাম সোহাগ, ডেইলি ফেনীর সম্পাদক শরিয়ত উল্যা রিফাত, কবি সজীব ওসমান, মানবাধিকার কর্মী মহি উদ্দিন মধূ প্রমূখ।