সোনাগাজী(ফেনী )প্রতিনিধি : মোঃ জহিরুল
হক খাঁন (সজীব)- পবিত্র ঈদুল ফিতরকে সামনে
রেখে নানান সাজে সেজেছে ফেনী শহরের
মার্কেট ও বিপনী বিতান গুলো। কয়েকটি বিপনী
বিতানে লোভনীয় অফার ছাড়া হয়েছে। ক্রেয়ের দামের দ্বিগুন বা আরো বেশি দামেও বিক্রি
করছে ঈদ পোষাক। রবিবার স্বয়ং ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল
রানা অভিযান কালে এ চিত্র দেখে বিস্ময়
প্রকাশ করেন। মিজান রোডের অভিজাত
মার্কেট গ্র্যান্ড হক টাওয়ারে অভিযান কালে
দেখা যায়, টাওয়ারের কয়েকটি দোকানে ক্রয়
দাম আর বিক্রি দামের প্রার্থক্য দ্বিগুন।
মুনাফা লোভী ব্যবসায়ীরা স্বল্প মূল্যের পণ্য
দ্বিগুন দামে বিক্রি করে সাধারণ ক্রেতাদের
সাথে প্রতারনা করছে। মায়াবী, অহং ও লন্ডনী
সু দোকান ঘুরে দেখে নির্বাহী ম্যাজিষ্ট্রেট
সাংবাদিকদের জানান, এখানে ৩ হাজার টাকা
দামের পোষাক ৬ হাজার ও ৬ হাজার টাকা
দামের পোষাক ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্রেতাদের মাঝে
স্বস্থি আনতে ব্যবসায়ীদের সহনীয় মাত্রায়
মুনাফা করার জন্য সতর্ক করেন। এদিকে ঈদ
বাজারে পোষাকের দাম নিয়ন্ত্রনে রাখতে
ভ্রাম্যমান আদালতের এ অভিযান ক্রেতা
সাধারনের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।
তাদের দাবী, শহরের অন্যান্য মার্কেটেও
অভিযান অব্যাহত রাখলে এবারের ঈদ
কেনাকাটা সহনীয় হবে।