মোহাম্মদ রিয়াদ হোসেন- ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উদ্যোগে বুধবার শহরের একটি রেষ্টুরেন্টে ব্যবসা উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এভিপি এ্যাড বিসি,ফেনী জোন-১ (সদর) লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড ইনচার্জ, নোয়াখালী ডিভিশন মোহাম্মদ ইব্রাহীম। মাস্টার আবুল বাশারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড ইনচার্জ, ফেনী জোন-১ (সদর) মোঃ ইয়াকুব ফারুকী। এছাড়াও প্রধান আলোচক হিসেবে ভাইস প্রেসিডেন্স এ্যান্ড ইনচার্জ সার্জেন্ট (অবঃ) আবুল বাশার উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানীর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও ইফতারে কোম্পানীর সদস্য ও উর্ধতন কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।