ফেনীতে বিজিবি’র অভূতপূর্ব সাফল্য, ১৭ মাসে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
মোহাম্মদ রিয়াদ হোসেন, ফেনী সদর প্রতিনিধি :
ফেনীতে ৫ কোটি টাকা সমমূল্যের অবৈধ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।২৭শে এপ্রিল বুধবার সকালে জয়লস্কর বিজিবি ক্যাম্পে চোরাচালান বিরোধী অভিযানে আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করে ৪-বর্ডার গার্ড ব্যাটালিয়ান। ৪- বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এক ধরনের অস্ত্রবিশেষ। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল করতে জোরালোভাবে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অতিরিক্ত পরিচালক মেজর মো: কাজী ওবায়েদুর রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার গাজী মো: আহসানুজ্জামান জি, ফেনী জেলা প্রশাসক মো: আমিন- উল আহসান, পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম।
অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, ফেনীস্থ র্যব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র -১ আশ্রাফুল আলম গীটার, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন সহ সাংবাদিক, সামরিক বেসামরিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
শেষে জব্দকৃত মদ ভুলডুজার দিয়ে ও গাঁজা আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত দ্রব্যের মধ্যে, ভারতীয় তৈরী বোতলজাত মদ, গাঁজা, বাংলা মদ,ভারতীয় নেশা জাতীয় টেবলেট, ফেন্সিডিল, স্কার্ফ সিরাপ ও ভারতীয় কোরেক্স সিরাপ রয়েছে। যার বাজার মুল্য ৫ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৬শ ৮০ টাকা।
বিজিবি’র তথ্যমতে, ৩২ হাজার ৩শ ২১ বোতল ভারতীয় তৈরী বোতলজাত মদ, ৮৮ হাজার ৭শ’ ৮০ কেজি গাঁজা, ২১ লিটার বাংলা মদ, ১শ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৭ হাজার ২শ ৪ বোতল ফেন্সিডেল, ৩১ বোতল স্কার্ফ সিরাপ ও ভারতীয় কোরেক্স সিরাপ ছিল ৪শ ৩৪ বোতল।