ভোক্তা অধিকার সংরক্ষণে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রবিবার (১১ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় তাকিয়া রোডে মানহীন ভোজ্য তেল টিনজাত করার অপরাধে ও টিনের গায়ে উতপাদন, মেয়াদ উল্লেখ না থাকায় চৌধুরী ট্রেডার্সের ম্যানেজার হারাধন সাহাকে ৩০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।
এছাড়া শহরের ট্রাংক রোডে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের প্যাকেটের ওজন ৮৭ গ্রাম, মিষ্টি ও দধি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জয় গোপাল বাবুকে ৩০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় শহরের ট্রাংক রোডের রাহমানিয়া মিষ্টান্ন ভান্ডারে দেখা যায় পচা মিষ্টি। এ সময় অনুমোদনহীনভাবে দই বিক্রি ও পচা মিষ্টি বিক্রয়ের অপরাধে মো: আজিমকে ৪০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় অনুমোদনহীনভাবে আচার বিক্রির অপরাধে তাকিয়া রোডের নূর ফুড প্রোডাক্টস এর মো: বাবলুকে ২০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন