
ফেনীতে রবিবার (২২ এপ্রিল) মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
ওই বিকালে অভিযান পরিচালনা করা হয় ফেনীর মোটবি ইউনিয়নের রশিদিয়া মাদ্রাসার পাশে মনসুরের বাড়িতে। টাস্কফোর্স টিমকে দেখে পাশের খালে লাফ দিয়ে সাতরিয়ে পাড় হয়ে যায় মোটবীর কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর।
সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয় ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে। সেখানে মাদকের আসর থেকে বোরহান উদ্দিন (৩২) ৫০ পিস ও জামাল উদ্দিনকে (৩২) ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। টাস্কফোর্স অভিযানের সময় আখড়ার টিনের দেয়াল ও চালা ভেংগে দৌড়ে পালিয়ে যায় স্পটটির মূল পরিচালক মেজবাহ। আদালত বোরহান উদ্দিন ও জামাল উদ্দিন উভয়কে এক (১) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।