মোহাম্মদ রিয়াদ হোসেন, ফেনী সদর প্রতিনিধি :ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উওর কাশিমপুর ও তেমুহনি টিবিএম ব্রিক ফিল্ডের পাশে সারা বাংলাদেশের সাথে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সন্ঞ্চালন লাইনের পিলারের উপর সকাল ৯টা থেকে একটি অজ্ঞাত যুবক আটকের খবর পাওয়া যায়।সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও ফায়ার সার্ভিস সদস্যদের ভিড় বাড়তে থাকে।এসময় যুবকটি উপর থেকে আযান দেওয়ার আকুতি জানাচ্ছিল।পরবর্তীতে সবার সন্মিলিত সিদ্ধান্তে আযান দেওয়া হলো এবং মুহূর্তেই ছেলেটি উপর থেকে বেলা ১২টার দিকে নামতে শুরু করলো।তখন তাকে দেখতে আসা উস্তুক জনতার ভিড় ছিল লক্ষ্যনীয়।নেমে আসার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফায়ার সার্ভিসের গাড়ী করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তখন তার শরীরে ক্ষত ও মুখ দিয়ে প্রচুর পরিমানে লালা ঝরতে দেখা যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছেলেটি এরকম কান্ড নাকি হরহামেশা করেই যাচ্ছে।জ্বিনের আছরের কথা সবার মুখে এক সুরে শোনা যাচ্ছে।