ফেনী প্রতিনিধি :
সামাজিক সংগঠন ‘সাদা-কালো’র উদ্যোগে শতাধিক পথ শিশুকে ইফতার করিয়ছে সামাজিক সংগঠন ‘সাদা-কালো’। রবিবার শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে ইফতারে অংশ নেন মানবজমিন ও ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলাদেশ ফটোজানালিষ্ট এসোসিয়েশনের ফেনী জেলা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সময় টিভির প্রতিবেদক আতিয়ার সজল, ফটো সাংবাদিক দুলাল তালুকদার, ফেনী থিয়েটার ও সাদা-কালো সংগঠনের কর্ণধার দিদার উল্যাহ মজুমদার প্রমুখ। আমন্ত্রিত অতিথিরা এসময় সাদা-কালো সংগঠনের এমন উদ্যোগের প্রশংসা করে সমাজের উচ্চ স্তরের মানুষদের এমন সহায়তার হাত বাড়াতে আহবান জানান।
Please follow and like us: